Main Menu

গুলিবিদ্ধসহ আহত ১৫ ঢাকা ফেরত হেফাজত নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন

+100%-

প্রতিবেদক ॥ ঢাকায় গভীর রাতে নিরস্ত্র হেফাজত নেতাকর্মীদের উপর পুলিশের ক্র্যাক ডাউনের ঘটনায় ক্ষুব্ধ সাধারন মানুষ। ওই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিপুল সংখ্যক হেফাজত নেতাকর্মী আহত হয়েছে। অবরোধে অংশ নেয়া এসব নেতাকর্মীদের মধ্যে ১৫জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ। আহতরা জানান, গভীর রাতে পুলিশ, র‌্যাব, বিজিবি নির্বিচারে নির্দয় ভাবে ঝাঁপিয়ে পড়ে শাপলা চত্বরে অবস্থানকারী হেফাজত নেতাকর্মীদের উপর। এতে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়াই অর্ধশত নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে এখানে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সকালে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ নেতাকর্মীরা সদর হাসপাতালে এসে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।






Shares