জেলা শিল্পকলা একাডেমির সপ্তাহব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। কর্মশালার শেষ দিনে শনিবার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো:আজাদ ছাল্লালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো:মনিরুজ্জামান পিপিএম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির সদস্য সচিব রাশেদ হোসেন চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য ও প্রশিক্ষক পীযুষ কান্তি আর্চায, পরিচালনা কমিটির সদস্য প্রভাষক মো:মনির হোসেন, প্রশিক্ষক এনায়েত এ মওলা জিন্নাহ এবং প্রশিক্ষনার্থীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সঞ্জিব সুত্রধর। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষনে ৮০ জন প্রশিক্ষণার্থী নেয়। প্রশিক্ষণার্থীরা পর পর পাঁচটি সমবেত কন্ঠে জাগরণের গান গেয়ে শিল্পকলা একাডেমিতে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ তুলে দেন। |