Main Menu

শহরের যানজট নিরসন কল্পে মৌলভীপাড়া-কাজীপাড়া রাস্তার কাজ শুরু

+100%-

প্রতিবেদক ॥ শহরের ভয়াবহ যানজট নিরসনে মৌলভীপাড়া- কাজীপাড়া বিকল্প রাস্তার কাজ শুরু হচ্ছে। রাস্তাটি চালু হলে যানজট অনেকটা হ্রাস পাবে বলে আশা করছেন শহরবাসী। ইতিমধ্যেই রাস্তাটি প্রশস্ত করতে পৌর সভার পক্ষ থেকে মাপঝোক করে লাল দাগ দেওয়া হয়েছে। ভাঙ্গা হয়েছে পুরানো উঁচু ব্রীজটি। শহরের যানজটের সমস্যা দীর্ঘদিনের। প্রতিদিন যানজটে পড়ে নাকাল অবস্থা পীরবাসীর। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকেন মানুষ। যানজট সমস্যা থেকে পৌরবাসীকে মুক্ত করতে ইতিমধ্যে টাউন ব্রীজের পূর্বপাশে আরেকটি ব্রীজ করা হয়েছে। কিন্তু ব্রীজের উত্তর পাশের এ্যাপোচ রাস্তা না থাকায় ব্রীজটি তেমন কাজে আসছে না। এদিকে শহরবাসীর দাবির মুখে শহরের যানজট নিরসনের উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টা মৌলভীপাড়া- কাজীপাড়া খালের উপর উঁচু ব্রীজটি ভেঙ্গে একটি ফ্লাট ব্রীজ নির্মাণ ও রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়। পরে একটি ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে খালের উপর নতুন একটি ব্রীজের টেন্ডার হয় অতি সম্প্রতি। রাস্তা প্রশস্ত করার জন্য কাজীপাড়া ও মৌলভীপাড়া বাসীর সাথে একাধিকবার বৈঠকে বসেন সংসদ সদস্য মোকতাদির চৌধুরী ও পৌর মেয়র হেলাল উদ্দিনের নেতৃত্বে পৌর পরিষদ। মহল্লাবাসীর সাথে ফলপ্রসু আলোচনার পর মৌলভীপাড়া ও কাজীপাড়ার চিপা রাস্তাটি মাপঝোক করে লাল দাগ দেয় পৌরসভা। রাস্তাটি প্রশস্ত করতে রাস্তার পাশের বাড়ির মালিকগণও আন্তরিকতার সাথে এগিয়ে আসেন। গত সপ্তাহে পুরাতন ব্রীজটি ভাঙ্গার কাজ শুরু হয়ে ইতিমধ্যেই ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়। এখন শুরু হবে নতুন ব্রীজ নির্মানের কাজ। ব্রীজটি নির্মান ও রাস্তাটি প্রশস্ত হলে এই রাস্তা দিয়ে রিক্সাসহ হালকা যানবাহন চলতে পারবে। হ্রাস পাবে শহরের যানজট। এ ব্যাপারে মৌলভীপাড়ার বাসিন্দা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, রাস্তাটি চালু হলে শহরের যানজট অনেকটাই হ্রাস পাবে।





Shares