প্রতিবেদক : রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে সপ্তাহব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো:আজাদ ছাল্লালের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো:মনিরুজ্জামান পিপিএম। প্রশিক্ষণ সমন্বয়কারী পীযুষ কান্তি আচার্যের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী,বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক শহীদুজ্জামান স্বপন প্রমুখ। ৬৫ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশ নিয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক এনায়েত এ-মওলা-জিন্নাহ প্রশিক্ষনার্থীদের জাগরণের গান প্রশিন দিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার উদ্বোধনী বক্তৃতায় বলেন চর্চার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতির সুনামকে ধরে রাখতে হবে।
|