Main Menu

ভাদুঘরের ঐতিহ্যবাহী বান্নি

+100%-

মনিরুজ্জামান পলাশ : আজ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের ঐতিহ্যবাহী বান্নি । ভোর থেকে স্বতঃস্ফূর্তভাবে এই বিশাল মেলা অনুষ্ঠিত হচ্ছে, চলবে সন্ধ্যা রাত পর্যন্ত। মেলা উপলক্ষ্যে ভাদুঘর এবং আশেপাশে গ্রামসমূহে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তিতাস নদীর পাড়ে অনুষ্ঠিত এ মেলায় গৃহস্থালীর প্রয়োজনীয় সব কিছু নিয়ে পসরা সাজিয়েছে বিক্রেতারা। কমতি নেই ছোটদের বিনোদনেরও। মেলায় নাগর দোলা, পুতুল নাচ, মাটির খেলনা, হাড়ি আর রয়েছে হরেক রকমের খাবারের আয়োজন। সকল বয়সের মানুষের আগমনে মেলা হয়ে উঠেছে প্রাণবন্ত।  এ মেলার ইতিহাস সম্পর্কে বিভিন্ন শ্র“তি রয়েছে, সম্রাট আকবর যখন নতুন খাজনা আদায়েল ক্যালেন্ডার প্রণয়ন করেন তখন খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ মাসের ১ তারিখ ত্রে বিশেষে তারিখ পরিবর্তন করে বিভিন্ন এলাকায় খাজনা আদায় করা হতো। দূরদূরান্তে থেকে আসা লোকজনের খাওয়া দাওয়ার সুবিধার্থে আনুসাঙ্গিক বিভিন্ন পসরা সাজিয়ে বসত ব্যবসায়ীরা। পরবর্তীতে এই জমায়েতটাই একটা উৎসবের রূপ লাভ করে মেলাতে পরিণত হয়। সেই থেকে প্রতিবছর ১৪ বৈশাখ এ বান্নি অনুষ্ঠিত হয়। অনেকের মতে আবার সনাতন ধর্মাবলম্বীদের বারুনী স্নান থেকে এ মেলার উৎপত্তি। উৎপত্তি যে ভাবেই হোক ভাদুঘরের এ বান্নি এখন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।






Shares