জায়গা দখল করতে গিয়ে ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর॥ আহত ৫ নির্মাণ শ্রমিক
জানা যায়, ১৯৭৪ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সবজুল মোমিন তালুকদার’র পিতা মোমিনুল হোসেন তালুকদার পাইকপাড়া মৌজায় ৯ শতক জায়গা জনৈক শৈলদা সুন্দরী রায়ের কাছ থেকে ক্রয় সূত্রে মালিক হন। এসময় তিনি ৪ শতক জায়গা দখলে পেলেও বাকি ৫ শতক দখল করে রাখেন প্রতিবেশী জহিরুল ইসলাম। এনিয়ে মোমিনুল হোসেন ১৯৯৫ সালে নিম্ন আদালতে মামলা করে। মামলাটি বাদী পক্ষ নিম্ন আদালত, জজ কোট ও উচ্চ আদালত থেকেও নিজেদের পক্ষে রায় পান। মহামান্য হাইকোর্টের নির্দেশে গত ২৩ এপ্রিল নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে কর্তৃপক্ষকে জায়গাটির মালিকানা মোমিনুল হোসেনকে বুঝিয়ে দেন। এসময় বাড়িতে থাকা জহিরুল ইসলামের আত্মীয় হাসান মাহমুদ বিষয়টি নিয়ে বাদী পক্ষের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। সকালে নতুন দেয়াল নির্মানকালে একদল সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। তারা নির্মানাধীন দেয়াল গুড়িয়ে দিয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। ভাংচুর করা হয় তাদের বসত বাড়ির জানালা, ভেঙ্গে ফেলা হয় বাড়ির গেইটে। সন্ত্রাসী হামলায় নির্মান শ্রমিক কাউসার (১৭), ফারুক (৪০), ইমন (৩০), সেলিম (৩৫)সহ ৫জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মামলা হয়েছে। |