নকলে বাধা দেয়ায় শিক্ষককে পিটিয়ে আহত করার মামলায় এক বখাটে ছাত্র গ্রেফতার
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় নকলে বাধা দেয়ায় শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এক বখাটে ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে শহরের কলেজপাড়া এলাকা থেকে টিএসআই বেলাল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছাত্রের নাম খালেদ বিন শ্রাবন। সে পুনিয়াউট এলাকার আশিক মিয়ার ছেলে। জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ৩০২ নং কে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের লাইব্রেরী শিক্ষক আব্দুস সহিদ সরকার। পদার্থ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালীন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ছাত্ররা নকল করার সময় পরিদর্শক বাধা প্রদান করে। এ ঘটনায় পরীক্ষার শেষে বখাটে ছাত্ররা মহিলা কলেজ গেইটের সামনে শিক্ষক আব্দুস সহিদ সরকারকে পিটিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়। |