Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা ট্রেনের ৫টি বগি লাইন চ্যুত, আহত ১০

+100%-

মনিরুজ্জামান পলাশ : বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের ৫টি বগি লাইন চ্যুত হয়েছে। এ ঘটনায় রাজধানীর ঢাকার সাথে ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, দুপুর প্রায় ২টায় ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন থেকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় আধা ঘন্টাপর পাঘাচং-ভাতশালা মধ্যবর্তী স্থান তিতাস রেল ব্রীজ সংলগ্ন এলাকার কোড্ডায় ট্রেনটি পেছনের ৫টি বগি লাইন চ্যুত হয়। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় আপ লাইনে ট্রেন চলাচল করলেও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।






Shares