ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ, সার ও নগদ অর্থ বিতরন
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের মাঝে বিনা মূল্যে আউশ ধানের বীজ, সার ও সেচ খরচ বাবদ নগদ অর্থ বিতরন করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি । ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান বশির উল্লাহ জুরু, কৃষি বিভাগের উপ-পরিচালক বলাই চন্দ্র দাস। অনুষ্ঠানে উপজেলার ৫শত কৃষকের মধ্যে সার, আউশ ধানের বীজ ও নগদ ৩শত টাকা করে প্রতি কৃষককে প্রদান করা হয়। |
« রবিবার জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে, যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ »