Main Menu

নারী সমাজের মানববন্ধন প্রতিহতের চেষ্টা ব্যর্থ, শহরে উত্তেজনা, বিজিবি, র‌্যাব, পুলিশন মোতায়েন

+100%-


মনিরুজ্জামান পলাশ ॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের টান টান উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড, র‌্যাব ও বিপুল সংখ্যক পুলিশ। আইন শৃংখলারাকারী বাহিনী কান্দিপাড়া মাদ্রাসা রোড বিকেল প্রায় ৩টা থেকে ঘিরে  রাখে। ব্রাহ্মণবাড়িয়া শহরে সাম্প্রদায়িক বিরোধী সংগঠনের নারী সমাজের মানববন্ধনে হেফাজতে ইসলামী কর্মীদের বাধা দেয়ার ঘোষনা দেয়ায় এ উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে নারী সমাজ লাঠি মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষনা দেয়। এ সমাবেশ প্রতিহতের ঘোষনা দেয় ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলামী। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে শহরে ২ প্লাটুন বর্ডার গার্ড ও র‌্যাব এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে সাম্প্রদায়িক বিরোধী সংগঠনের আহবায়ক আমানুল হক সেন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অবঃ জহিরুর হক খান বীর প্রতীক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুল, যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, এডভোকেট কাজী মাসুদ, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মিনারা আলম, সম্পাদক এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার প্রমুখ। বিপুল সংখ্যক নারী এতে যোগ দেয়। একই সময় ব্রাহ্মনবাড়িয়া জামেয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে বিপুল সংখ্যক হেফাজতে ইসলামী নেতাকর্মী মিছিল নিয়ে প্রেসকাবের সামনে যেতে চাইলে মাদ্রাসার মোড়ে পুলিশ বাধা দেয়। পুলিশ, বর্ডার গার্ড ও র‌্যাব তখন মাদ্রাসা রোডে বেরিকেড দেয়। এসময় হেফাজত নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা শহরের টিএরোডে মিছিল করার চেষ্টা করলে দায়িত্বপালনকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ তাদের সাথে আলোচনা করে শান্ত করে। এসময় টিএ রোড এলাকার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান পাট বন্ধ হয়ে যায়। কমে যায় রাস্তায় যান চলাচল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আহসান  জানান, তারা মিছিল করার জন্য আগে অনুমতি চায়নি। তাই বাধা দেয়া হয়েছে।

এ ব্যপারে মুফতী মুবারুকুল্লাহ জানান, মহিলাদের কথিত ঝাড়ু-মিছিল ও আলেম সমাবেশকে কুটুক্তি করার প্রতিবাদে মাদ্রাসার ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে। সকালে প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেয়া হয় শুধু মাত্র মানববন্ধন করা হবে । পরবর্তীতে আমরা জানতে পারি তারা ইসলাম ধর্ম , মৌলবাদ ও আলেম সমাজের বিরুদ্ধে কুটুক্তি করছে। মাদ্রাসার ছাত্ররা এর প্রতিবাদে মিছিল করতে গেলে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে। আমরা এধরনের হীন প্রচেষ্টার কঠোর নিন্ধা জানায়। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিতে চাই ৯০% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোন ধরনের কুটুক্তি সহ্য করা হবে না।






Shares