Main Menu

শালগাঁও-সিন্দুউড়া তিতাস নদীর তীরবর্তী বেড়িবাঁধ নির্মাণকাজ ও দুটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

+100%-

শামীম উন বাছির : পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি  সদর উপজেলার নাটাই (দঃ) ইউনিয়নে তিতাস নদীর তীরবর্তী শালগাঁও-সিন্দুউড়া এলাকায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক প্রটেকশন বেড়িবাঁধ নির্মাণকাজ ও শালগাঁও, কালিসীমা ও গাছতলায় দুটি কমিউনিটি কিনিক উদ্বোধন করেন। এ উপলক্ষে গাছতলা গ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমরা যা বলি তা করি, আমরা মিথ্যা ওয়াদা বা প্রতিশ্রুতি দেই না।
ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবুল। সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আলী আজ্জমের সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাবেক সভাপতি শাহআলম, সাবেক ইউপি চেয়ারম্যান কদর মাহমুদ, নাজিম উদ্দিন মেম্বার, সাবেক পুলিশ কর্মকর্তা ইদ্রিস মিয়া সরকার, সিদ্দিক মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমীন, সাধারণ সম্পাদক এলেম খা, আওয়ামীলীগ নেতা আয়াতউল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা, আবু নাহিদ সোহাগ, যুবলীগ নেতা মনিরুজ্জামান, কবির হোসেন, জহিরুল ইসলাম, শাহজাহান মিয়া, ফরিদ মিয়া, মালু মিয়া সর্দার, যুবলীগ নেতা মীর সাব্বির হোসেন, আলাউদ্দিন শাহ্, ছাত্রলীগ নেতা শামীম।
উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় সরকারের নিজস্ব অর্থায়নে ৪শ’ ৭০মিটারের সিসি ব্লক প্রটেকশন বেড়িবাঁধ নির্মাণের ফলে সিন্দুউড়া গ্রাম, স্কুল, ফসলের জমি এবং বাড়ি-ঘর ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সড়ক ভাঙ্গন থেকে রক্ষা পাবে। বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধনকালে পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন। কমিউনিটি কিনিক উদ্বোধনকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, গুণীজন সংবর্ধনা কমিটির সভাপতি আবুল বাসেদ সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।






Shares