টক অব দ্য টাউন: হেফাজতের শুক্রবারের মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন
শামীম উন বাছির: আল্লামা আহমদ শফী ঘোষিত ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে হেফাজতে ইসলাম বাংলাদেশের শানে রেসালাত মহাসমাবেশ। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে হেফাজতে ইসলামের শানে রাসূল (সা:) মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।সকাল থেকে জুম্মার নামাজের আগ পর্যন্ত হামদ, নাত দিয়ে মহাসমাবেশে আগতদের স্বাগত জানানো হবে। জুম্মার নামাজের পর মূল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। ইতিমধ্যেই জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে প্যান্ডেল নির্মানের কাজ শুরু হয়েছে। কর্মসূচী সফলে দিন রাত ব্যস্ত সময় পার করছে হেফাজতের নেতা-কর্মীরা। ব্রাক্ষনবাড়িয়ার গ্রামে গ্রামে চলছে গনসংযোগ। মাইকিং, পোষ্টার ও লিফলেট বিতরণ। বিভিন্ন মসজিদ থেকেও হেফাজতের কর্মসূচী বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। রাখবেন। সমাবেশ সফলের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় হেফাজতে ইসলামের স্থানীয় দায়িত্বশীলরা প্রচারণা অব্যাহত রেখেছেন। এছাড়াও জেলার প্রায় প্রতিটি মাদ্রাসায় সমাবেশ সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সহিত জেলার হেফাজত ইসলামের নেতৃবৃন্দ বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে পৃথক পৃথক বৈঠকও গণসংযোগ করেন। আয়োজকরা বলছে, এ মহাসমাবেশে ব্যাপক জনসমাগম হবে। জেলার ১২৪টি মাদ্রাসা থেকে ছাত্র শিক্ষকরা অংশ নেবেন মহা সমাবেশে। এ প্রতিবেদকের সাথে মুফতি মুবারকুল্লাহ্ টেলিফোনে জানান, “মহাসমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরও বলেন, মহাসমাবেশে কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মহাসমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন বিঘ্ন না ঘটে, তার জন্যে জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় হেফাজত কর্মীদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবকদেরকেও রাখা হবে।“ বৈঠক শেষে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম সাংবাদকদের জানান, , মহাসমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। |