হেফাজতে ইসলামের হরতাল শুরু। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ
সুমন নূর : ৬ এপ্রিল লংমার্চ কর্মসূচিতে বাধা, নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে হেফাজতে ইসলামের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।শহর জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। সকালে হরতালের শুরুতে মাদ্রাসার ছাত্ররা শহরের বিভিন্ন মোড়ে অবস্হান নেয়। হেফাজতের কর্মীরা শহরের কয়েকটি স্থানে হরতালের সমর্থনে মিছিল করেছে। তবে কোথাও কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের এক নম্বর লাইনে গাছের গুঁড়ি ও রেল লাইনের স্লিপার ফেলে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। দলটির প্রায় সহস্রাধিক নেতাকর্মী লাঠিসোটাসহ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের এক নম্বর লাইনে অবস্থান নিয়ে সকাল ৮টা ৫৫ মিনিটে প্রথমে ট্রেনটি আটকে দেয়। পরে তারা রেল লাইনে গাছের গুঁড়ি ও লাইনের স্লিপার ফেলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। |