Main Menu

শিশু নাট্যমের চিত্রকলা প্রদর্শনী-সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

+100%-

প্রতিবেদক : শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চার দিনব্যাপী আর.এ.কে সিরামিকস ২২তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব। গত ২ এপ্রিল স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে শুরু হওয়া উৎসব হাজারো শিশুর মিলনমেলায় পরিণত হয়। প্রদশনীতে ঠাঁই পায় ৭০০ চিত্রকলা। সংগীত, নাটক, নৃত্য ও আবৃত্তি ছিল প্রতিদিনের আয়োজনে। এছাড়া গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিন ক্ষুদে শিল্পী রাজু সরকার, নিশীতা পাল ও আজিজুর রহমানের হাতে তুলে দেয়া হয় হুমায়ুন কবির খান স্মৃতি পুরস্কার। প্রধান অতিথি র.আ.ম. উবায়দুল মোকতাদির  চৌধুরী এম.পি পুরস্কার-ক্রেস্ট প্রদান করেন। এ বছর গুণীজন হিসেবে সংবর্ধিত হন সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মাসুক চৌধুরী, সময় টিভির পরিচালক ও বার্তা প্রধান তুষার আবদুল্লাহ এবং কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল। সমাপনী দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীর প্রতীক), নারী নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রেস কাব সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও সাংবাদিক আবদুন নূর। স্বাগত বক্তৃতা করেন শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মুহম্মদ খান বিটু। শিশু নাট্যমের সভাপতি মাসুকুল ইসলাম মাসুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক মুহম্মদ মুসা, বোরহান উদ্দিন আহমেদ, দীপ্ত মোদক প্রমুখ।






Shares