Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:জেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

+100%-

শামীম উন বাছির: ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:জেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা শহর ও পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে শনিবার তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, গত ১১ মার্চ দিনগত গভীর রাতে শহরের পৈরতলা ফকির বাড়ির কাউছার আহমেদের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে তার ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয়। পরদিন সকালে কাউছার আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি ডাকাতির মামলা করেন।

পরে তার বাড়ি থেকে লুট হওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে বিজয়নগরের জালালপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে জহির মিয়াকে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট থেকে শনিবার দুপুরে গ্রেফতার করে পুলিশ।

পরে জহিরের দেওয়া তথ্যানুযায়ী বিকেলে ও সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় থেকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আদমপুর গ্রামের শহীদ মিয়া (৩৫), একই ইউনিয়নের রাজাখাঁ গ্রামের ফরিদ মিয়া (৪৫) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধলগাঁও গ্রাম থেকে জামাল মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোস্তফা কামাল পাশা জানান, ডাকাতদের কাছ থেকে একটি করে রামদা উদ্ধার করা হয়।

তারা প্রত্যেকেই পৈরতলা গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে বলে ওসি জানান।






Shares