Main Menu

মহানবী শিশুদের ভালবাসতেন,বঙ্গবন্ধুও ভালবাসতেন, আমরাও ভালবাসি

+100%-

পানি সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা র,আ,ম উবায়দুল মোকতাদি চৌধুরী এমপি বলেছেন, শিশুদের অবাধ স্বাধীনতার জন্য আমরা কাজ করছি। তিনি বলেন মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ) শিশুদেরকে ভালবাসতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশুদের  ভালবাসতে আমরাও ভালবাসি। শিশুদের মেধা বিকাশের জন্য নিরলসভাবে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। আমি তাদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতি আমার সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি গতকাল শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ  দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে অনুষ্ঠিত  আর একে সিরামিকস্ ২২ তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল  ইসলাম মানুষকে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপি এম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, দৈনিক সমকালের স্টাফ রিপোটার আবদুন নুর, নারী নেত্রী আইনজীবি তাসলিমা খানম নিশাত।  স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু। বক্তব্য রাখেন প্রবীন সাংবদিক মুহম্মদ মুসা, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাবেক সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, নাট্যকমের চারুকলা বিভাগের প্রাক্তন ছাত্র দিপ্ত মোদক। ইমতিয়াজ পলাশের পরিচালনায় অনুষ্টিত উৎসবে গত ২০১২ সালের অনুষ্ঠিত উৎসবের শ্রেষ্ঠ  ৩জন ক্ষুদে শিল্পী রাজু সরকার, নিশীতা পাল ও আজিজুর রহমান শান্তিকে ক্রেষ্ট প্রদান ছাড়াও প্রধান অতিথি ক্রেষ্ট ৩জনকে প্রতিজনকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকার প্রাইজবন প্রদান করেন। উৎসবের সংগীত, চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতার প্রধান অতিথিও বিশেষ অতিথি প্রায় ৩ শতাধিক বিজয়ী ও ৯শতাধিক অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতণ করেন।   প্রেস বিজ্ঞপ্তি






Shares