বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ঐতিহাসিক সাহসী ব্যাক্তিত্ব জেলা আন্দোলনে কারা বরণকারী মরহুম আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের এর পঞ্চম মৃত্যু বার্ষিকী ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। এ উপলে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ কর্তৃক দিন ব্যাপী পালিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল মেড্ডাস্থ পৌর ডিগ্রী মহা বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১১টায় পরিষদের সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান জীবন এর সভাপতিত্বে আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের এর জীবনী’র উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাফি’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার, আবু নাছের বাহার, জুবায়ের এর চাচা আবু আসাদ মিয়া, ভ্রাতা আবু জামাল, দিপু, পুত্র জামি ও ভাইস্তা বাদশাহ, রেডক্রিসেন্ট কার্য্যকরী সদস্য শাহ মোঃ ইব্রাহীম, পরিষদের সাবেক সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণসম্পাদক আরমান উদ্দিন পলাশ, সহসভাপতি শেখ জাহাঙ্গীর, আলী মাউন পিয়াস, যুগ্ম সাধারণসম্পাদক আলী আগজার বশির, সদর উপজেলা শাখা পরিষদের সভাপতি আলহাজ্জ মিজানুর রহমান, পৌর শাখা পরিষদের সভাপতি আবিদুর রহমান দেওয়ান, সাধারণসম্পাদক মোল্লা মোঃ শাহীন আলম, শামীমা বাছির স্মৃতি, পরিষদ নেতা, তোফাজ্জল হোসেন জীবন, মাহাবুবুর রহমান, আব্দুস শুক্কুর রিজভী, কামরুল হাসান নান্টু, ধন মিয়া, সাজ্জাদ হোসাইন মনির, সফিকুল ইসলাম তৌছির, রাসেল আহমেদ, বায়জিদ আহমেদ হেলাল, ফায়জুল হক, আলী আমজাদ খান, মিঠু সাহা, ফরিদ মিয়া, শাহালম ভুইয়া, রফিকুল ইসলাম, প্রমুখ। এর পর কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়, বাদ জোহর, এতিমদের মাঝে খাবার বিতরণ, বিকেলে মরহুমের গ্রামের বাড়ী সরাইল উপজেলার আঁখীতাঁরা গ্রামে অবস্থিত কবরস্থানে জেয়ারত করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি)
|