ভ্রাম্যমান আদালতের অভিযান, দেড়শত কেজি পলিথিন জব্দ, ১৫ হাজার টাকা জরিমানা
মনিরুজ্জামান পলাশ : বুধবার শহরের জগত বাজারের দুটি ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেড়শত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া খানের আদালত বুধবার জগত বাজারের মুজিব ভ্যারাইটিজ ষ্টোর, মেসার্স ভূইয়া ট্রেডার্সে অভিযান চালায়। এই দুটি ব্যবসায় প্রতিষ্ঠানে মজুদকৃত অবস্থায় ১৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া যায়। পরে আদালত মুজিব ভ্যারাইটিজ ষ্টোরকে ১০,০০০ টাকা এবং মেসার্স ভূইয়া ট্রেডার্সকে ৫০০০ টাকা জরিমানা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। |
« ব্রডব্যান্ডের ন্যূনতম গতি ১ এমবিপিএস করার নির্দেশ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবা বায়েক আলওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ । অবশেষে সম্মেলণ স্থগিত »