উন্নত চিকিৎসার জন্য ফাতেমাকে ঢাকায় প্রেরন
সুমন নূর : টর্নেডোর সময় একটি গাছ ভেঙে পড়ে ফাতেমার মাথায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। ওর আচরনে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন বিএনপি নেত্রী। জিজ্ঞেস করে জানলেন মাথায় গুরুতর আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। তারপর থেকে মা-বাবা কাউকেই চিনতে পারছিল না। বারবার শুধু চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সাথে সাথে তিনি স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে নির্দেশ দেন ফাতেমাকে সুস্থ করে তুলতে যাবতীয় চিকিৎসা সেবা দেওয়ার জন্য । নেত্রীর কথামত ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আজ দুপুরে এম্বুলেন্সে করে ফাতেমাকে ঢাকায় প্রেরন করেন। |