৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
এদিকে দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, নিয়াজ ষ্টেডিয়ামে সকাল ৮টায় সমাবেশ কুচকাওয়াজ ও অভিবাধন গ্রহণ, পরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ডিসপ্লে ও শরীর চর্চা প্রদর্শনী শিশু কিশোরদের চিত্রাংকন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাদ জোহর জাতির শান্তিও অগ্রগতি কামনা করে মোনাজাত, শিশুসদন, হাসপাতাল , জেলাখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা, বিকেলে সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, কাবাডী খেলা ফাইনাল প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ, চলচ্চিত্র প্রদর্শনী। আলোচনাসভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। |