Main Menu

এক পশলা বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস শহরবাসীর

+100%-


মনিরুজ্জামান পলাশ :  চৈত্রের তাপদাহ যখন বদনে দিচ্ছে পিড়া, ধূলো-বালি আর গরমে অশান্ত শহরবাসী। ঠিক তখনই বিকেলের আকাশ কালো করে এক পশলা মেঘ এসে বৃষ্টি হয়ে শান্ত করে দিল চারপাশ। হঠাৎ ঝড়ো হাওয়াসহ এক পশলা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জনজীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে। রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ৫ টা পর্যন্ত আধঘন্টা স্থায়ী এ বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা অনেকখানি হ্রাস পেয়েছে। বৃষ্টি শুরু হলে শহরের অনেকে খুশিতে রাস্তায় বেরিয়েছিলেন রিকশা নিয়ে, কেউ বা ভিজেছেন ছাদে।

শহরবাসী প্রতিক্রিয়ায় জানান, এটি বছরের প্রথম বৃষ্টি। জীবনে ছিটেফোঁটা ছন্দপতন আনলেও বৃষ্টি এনে দিয়েছে স্বস্তি। দিনভর ভ্যাপসা গরমের পর বিকেলের এ বৃষ্টিধারা নাগরিক জীবনে বুলিয়ে দিল শীতল পরশ।

তবে এই বৃষ্টি কিছুটা দুর্ভোগেরও কারণ হয়ে দেখা দেয় পথচারীদের। অনেকেই এমন ভাবলেশ বৃষ্টিতে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন।






Shares