মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুল আলম সুমন, জহিরুল হক এবং পরিবেশ অধিদপ্তরের তায়েফ উল্লাহ তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের জগত বাজারে অভিযান চালায়। অভিযানকালে মজিব ভ্যারাইটিজ স্টোর, ফরিদ বীজঘর, আল্লাহর দান স্টোরে অভিযান চালিয়ে ৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করে। পরে তাদেরকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পরে অপর অভিযানে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ৩টি যানবাহনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
|