র্বণাঢ্য আনুষ্ঠানিকতায় জেলা উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটিসহ, সদর উপজেলা ও পৌর কমিটির শপথ গ্রহণ
গত শনিবার বিকেলে আনন্দপূর্ণ পরিবেশে ও বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটিসহ, সদর উপজেলা ও পৌর কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দি সুর সম্রাট আলাউদ্দীন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করান জেলা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মীর মোস্তাফুজুর রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা উন্নয়ন পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতিসাংবাদিক মোখলেছুর রহমান জীবন। সদর উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুল হক ভূইয়া মামুন, পৌর কমিটির সভাপতি আবিদুর রহমান দেওয়ান ও সাধারন সম্পাদক মোল্লা মো: শাহীন আলম। কুরআন তেলায়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠার শুরুর পর পরিষদের সাবেক সদস্য রহমত উল্লাহ রুমেল, এমদাদুল হক মাসুম, এডঃ মাসুমের মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রস্তাব গৃহিত হয়। এর পর পরিষদ তিন সদস্য শাসুদ্দীন জুয়েল, মোঃ ইব্রাহিমকে রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় ও বেগম রাহেলা ইসলামকে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা শেষে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নাগরিক কমিটির সভাপতি এডঃ আব্দুস সামাদ, সরকারী কলেজের ছাত্র সংসদের আজীবন সদস্য আব্দুল্লাহ আল বাকী, স্থায়ী পরিষদের সদস্য আলহাজ্ব এডঃ গোলাম সারোয়ার খোকন, সাবেক সহ-সভাপতি এডঃ এমদাদুল হক চৌধুরী,সাবেক কার্যকরী সদস্য কমরেড নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ক্লাবের সাধারণ সম্পাদক সৌয়দ হারিছুল বারী সাকিন, স্থায়ী পরিষদ সদস্য আরমান উদ্দীন পলাশ, শাহ্ জামাল, সিনিয়র সহ-সভাপতি এহসান উল্রাহ মাসুদ, সহ-সভাপতি অধ্যাপক শেখ জাহাঙ্গীর, আলী মাউন পিয়াস, জয়নাল আবেদীন মালদার, যুগ্ম সম্পাদক, আলী আজগর বসির, ফেরদৌস ওয়াহিদ ইমন, ফরহাদুল ইসলাম পারভেজ, সৌয়দ রেজা ই রাব্বি, আবুল কালাম নাইম, আশরাফুল হক লিংকন, কৃসক নেতা ফরিদ উদ্দীন দুলাল, সৈয়দ মো: রাকিব, আবু মুসা, জাকিরুল হক, শরীফ আহমেদ খান, আতিকুর রহমান জালাল, কাজী খোকন, কামরুল হাসান নান্টু, মুরাদুল আবেদীন, তোফাজ্জেল হোসেন জীবন, আবু ইউসুফ, শামসুল আলম বাবু, জাকারিয়া মিনাল, শাহ আলম ভূইয়া, শ্যামল সাহা মিঠু, মো: আলআমীন, মোঃ বাবুল চৌধুরী, আলী আমজাদ খাঁন, সাজ্জাদ হোসেন মনির , ফায়েজুল হক, টিটু খান, সাংবাদিক আকলিমা আক্তার শিউলী, রাসেল আহমেদ, ফজলুল হক নোহেল, দেলোয়ার হোসেন দুলাল, জহির হোসেন, শফিকুল ইসলাম তৌসির, নাজমুল হাসান রুবেল, এহসান গণি, হেলাল উদ্দীন, প্রদীপ চত্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, বাংলার সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য আজ আক্রান্ত , সম্পদ অবহেলিত, সম্মান লুন্ঠিত, এই ক্রান্তি লগ্নে হৃতপ্রায় গৌরব ফিরিয়ে আনার মহতি দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের তারুন্যদীপ্ত নেতৃত্বকেই মাথা পেতে নিতে হবে। এটি আজ পরিষদের সম্মিলিত দায়িত্বই শুধু নয়, সময়ের দাবীও বটে। পরে মনোজ্ঞ সংগীত সন্ধ্যা ও পারিবারিক আবহে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। |