Main Menu

উপজেলা কেন্দ্রীক উন্নয়ন চাহিদা এবং সম্পদের পর্যাপ্ততা নিরূপন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

+100%-

প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা কেন্দ্রীক উন্নয়ন চাহিদা এবং সম্পদের পর্যাপ্ততা নিরূপন বিষয়ক দিনব্যাপী কর্মশালা
বুধবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস এবং উপজেলা গাভার্ন্যাস প্রজেক্টের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আলেফ উদ্দিন। সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের যুগ্ম সচিব শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বশির উল্লাহ জরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গাভার্ন্যাস প্রজেক্টের চট্টগ্রাম বিভাগীয় ফেসিলেটর মোঃ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) আলেফ উদ্দিন বলেন, বার বার পরিবর্তনের কারনে স্থানীয় সরকারকে শক্তিশালী করা যায়নি। দেশকে সত্যিকার গনতন্ত্রে ফিরিয়ে আনতে হলে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দেওয়ার কোন বিকল্প নেই। কারণ সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা মিলেই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, গত ৩ বছরে দেশের কোন উপজেলা পরিষদে বাজেট হয়নি। চলতি অর্থবছরে দেশের ৮৭টি উপজেলা পরিষদে বাজেট হয়েছে। উপজেলা পরিষদের কত সম্পদ আছে, তা থেকে কত টাকা রাজস্ব আদায় হবে তার হিসেব করতে হবে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






Shares