ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল বিরোধীর দিনব্যাপী কর্মসূচী
প্রতিবেদক : খাদ্য দ্রব্যে ভেজাল প্রতিরোধে সম্মিলিত ভাবে ভূমিকা রাখার আহবান জানিয়ে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হয়েছে। এর মধ্যে ছিল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং শহরের বিভিন্ন স্থানে সংগীতানুষ্ঠান। খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রন ও জনস্বাস্থ্যের হমকী প্রতিরোধে গণসচেতনতা সৃস্টিতে এ কর্মসূচীতে সকালে স্থানীয় নিয়াজ মুহম্মদ স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। অতিরিক্ত জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রাকিব খান, প্রেস কাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা চেম্বারের সভাপতি ইলিয়াছ খান, প্রফেসর মোখলেছুর রহমান খান, জেলা তথ্য অফিসার তারিক মোহাম্মদ। বক্তারা খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণ সম্পর্কে সচেতন হয়ে এই ভেজালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। |
« ৮ বছর পর আখাউড়া উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালস তদন্ত সংস্থার সমন্বয়ক ও আইজিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত »