দ্বিতীয় দিনেও বেসরকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতি
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমুহকে জাতীয় করণ সহ ২১ দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল কলেজ সমুহে লাগাতার কর্মবিরতি কর্মসূচী দ্বিতীয় দিনেও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পালিত হয়েছে । জেলার সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কোন ক্লাশ নেয়নি। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকরা ক্লাশ না নেয়ায় তারা ফিরে যায়। বেসরকারী শিক্ষক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন যাবৎ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণের দাবী জানাচ্ছি । শিক্ষকদের ন্যায় সঙ্গত ২১ দফা দাবী নিয়ে সরকার নানা তালবাহানা করছে । সরকারের এ অবহেলার জন্য আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে । আমাদের ন্যায় সঙ্গত দাবী পূরণ না হলে আরও কঠিন আন্দোলন আমরা করবো । প্রয়োজনে আমরা আসন্ন এসএসসি পরীক্ষা থেকেও বিরত থাকবো বলে জানান তারা। তাছাড়া বেসরকারী শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের দাবি মেনে নেয়র জন্য সরকারের প্রতি আহবান জানান। (বিজ্ঞপ্তি) |