Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযানের সাফল্যের স্বীকৃতি স্বরূপ চট্রগ্রাম রেঞ্জের মধ্যে শ্রেষ্ট

+100%-

 

প্রেস ব্রিফিং ॥ গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ/১২ইং মাস ব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময়ে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া এর তত্ত্বাবধানে সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের অধীনস্ত অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিশেষ টিম গঠনপূর্বক প্রতিটি থানা এলাকার সদরসহ প্রত্যন্ত এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করেন। বিশেষ অভিযান পরিচালনার ফলস্বরূপ ব্রাহ্মণবাড়িয়া জেলায় অধিক সংখ্যক ওয়ারেন্টের আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার, বিস্ফোরক দ্রব্য উদ্ধার, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতারসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার হয়। অভিযান চলাকালীন সময়ে প্রাপ্ত সাফল্যের স্বীকৃতি স্বরূপ ডিআইজি,চট্রগ্রাম রেঞ্জ সাহেবের কার্যালয়ে গত ১৬/০৪/২০১২ইং তারিখ মাসিক অপরাধ পর্যালোচনায় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্রগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে শ্রেষ্ট জেলা হিসেবে নির্বাচিত হয় এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ নওশের আলী,পিপিএম ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জামিল আহমদকে ক্রেস্ট প্রদান করেন। সাধারনত চট্রগ্রাম ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে চট্রগ্রাম রেঞ্জের ১১ জেলার পুলিশ সুপারদের উপস্থিতিতে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। তাছাড়াও উক্ত মাসিক অপরাধ সভায় চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব বিশ্বাস আফজাল হোসেন ও হাইওয়ে পূর্বাঅঞ্চলের পুলিশ সুপার জনাব আনোয়ার কামাল উপস্থিত ছিলেন। চট্রগ্রাম বিভাগের পুলিশের বিশেষ অভিযান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র উদ্ধার, মাদক দ্রব্য উদ্ধার, চোরাচালানী, দাঙ্গা-হাঙ্গামাসহ অন্যান্য অপরাধ সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়ে থাকে। আলোচনার পরিপ্রেক্ষিতে চট্রগ্রাম বিভাগের জেলা গুলোর সাফল্য বিবেচনায় শ্রেষ্ট জেলা ও শ্রেষ্ট অফিসার নির্ধারণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে শ্রেষ্ট জেলা ও অত্র জেলার ০৩ জন অফিসারকে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কৃত করা হয়। চট্রগ্রাম রেঞ্জের মধ্যে শ্রেষ্ট পুলিশ পরিদর্শক,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্বারকারী এবং তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতারকারী অফিসার হিসেবে কসবা থানার অফিসার ইনচার্জ, গাজী শাখাওয়াত হোসেন, রেঞ্জের মধ্যে শ্রেষ্ট এসআই হিসেবে বিজয়নগর থানায় কর্মরত এসআই নুর হোসেন এবং রেঞ্জের মধ্যে শ্রেষ্ট এএসআই হিসেবে বিজয়নগর থানায় কর্মরত এএসআই মোঃ জহিরুল ইসলামকেসহ মোট ০৩ (তিন) জন অফিসারকে চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ নওশের আলী,পিপিএম পুরুস্কৃত করেন।উল্লেখ্য যে, উল্লিখিত কর্মকান্ডের সাফল্যের স্বীকৃতি হিসেবে গত অক্টোবর/১১ মাসে ও এপ্রিল/১১ মাসে চট্রগ্রাম রেঞ্জের মধ্যে শ্রেষ্ট জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব জামিল আহমদকে ডিআইজি চট্রগ্রাম রেঞ্জ মহোদয় ক্রেস্ট প্রদান করেছিলেন। তাছাড়া গত জানুয়ারি/১২ মাসে ঢাকায় অনুষ্ঠিত “পুলিশ সপ্তাহ-২০১২” উপলক্ষে বাংলাদেশের সকল জেলার মধ্যে ২০১১ সালের মাদকদ্রব্য উদ্ধার প্রতিযোগিতায় খ-গ্রুপে প্রথম স্থান অধিকারী জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মনোনীত করা হয়। উল্লিখিত সাফল্যের স্বীকৃতি স্বরূপ মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, জনাব হাসান মাহমুদ খন্দকার, বিপিএম, পিপিএম, এনডিসি, বাংলাদেশ পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব জামিল আহমদকে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট প্রদান করেন।

গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিশেষ অভিযানে জেলা পুলিশের সাফল্য নিম্নরূপঃ-

জিআর পরোয়ানার আসামী গ্রেফতার = ২৯১৩ জন।
সিআর পরোয়ানার আসামী গ্রেফতার = ১৪৪০ জন। সর্ব মোট= ৪৩৫৩ জন।

জিআর সাজা পরোয়ানার গ্রেফতার = ১৯ জন।
সিআর সাজার পরোয়ানার গ্রেফতার = ১১ জন। সর্ব মোট= ৩০ জন।

মোবাইল কোর্টের মাধ্যমে সাজা = ১১০ জন

মাদক উদ্ধার ঃ-

০১। গাঁজা = ১৪৯৮ কেজি গাঁজা।
০২। ফেন্সিডিল = ২৭৩৬ বোতল ফেন্সিডিল এবং ০৭ কেজি ৭৫০ গ্রাম তরল ফেন্সিডিল।
০৩। হেরোইন = ৬৮৬ পুড়িয়া হিরোইন
০৪। ইয়াবা ট্যাবলেট = ১০৪২৪পিচ ইয়াবা ট্যাবলেট।
০৫। দেশী মদ = ২৭৪ লিঃ দেশীয় মদ।
০৬। হুইসকি = ২৭৫ বোতল হুইসকি
০৭। রিকোডেক্স = ১৮৫ বোতল রিকোডেক্স।
০৮। বিয়ার = ৭৩ বোতল বিয়ার
১৪। হোয়াইট মিউজিক = ৯৬ বোতল হোয়াইট মিউজিক
চলমান পাতা-০২
পাতা-০২

অস্ত্র-গুলি
০১। রাইফেল =১০টি
০২। এলএমজি =০৬টি
০৩। ম্যাগাজিন =০৬টি
০৪। পাইপগান =০১টি
০৫। রকেট ল্যান্সার =০১টি
০৬। গুলি =৯৭৮ রাউন্ড
০৭। কার্তুজ =০১টি
০৮। ককটেল =১১৩টি
০৯। কিরিছ =০১টি
১০। রামদা =০১টি
১১। করাত =০১টি
১২। স্ত্র“ু ড্রাইভার =০১টি
১৩। ডেগার =০১টি
১৪। ছোরা =০২টি
১৫। দোরা =০১টি

অন্যান্য
০১। সিএনজি =০৩টি
০২। হায়েজ গাড়ী =০২টি
০২। মটর সাইকেল =০৪টি
০৩। জীপ =০১টি
০৪। কভার ভ্যান =০১টি
০৫। ট্রাক্টর =০১টি
০৫। তামার তার =৬৫১ কেজি
০৬। গ্যাস সিলিন্ডার =২৯৮বোতল
০৭। জিরা =৪৯ কেজি






Shares