সরকারী ব্যবস্থাপনায় হজ্জ যাত্রী সংগ্রহে উদ্ভুদ্দ করন ও মত বিনিময় সভা
গত ১৬ এপ্রিল ১২ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন ডঃ গোলাম মোস্তফা এ.ডি.সি শিক্ষা ও উন্নয়ন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ বজলুল হক বিশ্বাস অতিরিক্ত সচিব ( হজ্জ্ব অফিসার) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন যুগ্ম সচিব এবং মোঃ জাহাঙ্গীর আলম, উপ সচিব (হজ্জ্ব) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার আব্দুল বাকীর উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য পেশ করেন মোঃ আবদুল মালেক, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়। বেসরকারী হজ্জ এজেন্টদের পক্ষে বক্তব্য পেশ করেন মুফতি হাঃ মওঃ নুরুল ইসলাম এবং হাঃ মওঃ আব্দুর রহিম হাজারী ও মাওঃ মোঃ আবদুল্লাহ। বক্তগণ সরকারী ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারী পর্যায়ে হজ্জযাত্রীদের উন্নত সেবা প্রদানের আহবান জানান। বিশেষ অতিথি বৃন্দ সরকারী ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের উন্নত সেবা প্রদানের আহবান জানান। বিশেষ অতিথি বৃন্দ সরকারী ব্যবস্থাপনায় হজ্জ পালনের সুবিধা সমূহ তুলে ধরেন এবং বেসরকারী পর্যায়ে হজ্জ পালনের ক্ষেত্রে মক্কা- মদিনায় অবস্থান থাকা, খাওয়া ইত্যাদি বিষয়ে ভালভাবে জেনে এজেন্টদের সাথে হজ্জ চুক্তি সম্পাদনের পরামর্শদেন। প্রধান অতিথি বেসরকারী হজ্জ এজেন্টদের সম্মানিত হাজী সাহেবদের সাথে প্রতারনা না করার আহ্বান জানান। চুক্তি অনুযায়ী হাজীদের বাসস্থান, থাকা , খাওয়া, চিকিৎসা এবং হজ্জ পালন শেষে দেশে নিয়ে আসা ইত্যাদি বিষয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন। চাঁদ দেখা স্বাপেক্ষে চলতি বছর হজ্জ উদযাপন হবে ২৬ অক্টোবর/২০১২ খ্রীঃ এবছর সরকারী হজ্জ প্যাকেজ ধার্য করা হয়েছে ৩,০৩,৪৪০/=( তিনলক্ষ তিন হাজার চারশত চল্লিশ) টাকা। জেলা প্রশাসকের কার্যালয় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল রিসোর্স সেন্টার সমূহে হজ্জ আবেদন ফরম বিনা মূল্য পাওয়া যাবে। সভা শেষে হাজী এবং আয়োজকদের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ হাঃ মনিরুজ্জামান। (খবর বিজ্ঞপ্তির) |
« নব নির্বাচিত প্রেস ক্লাবের সভাপতিকে শ্রমিকনেতা জমশেদের অভিনন্দন (পূর্বের সংবাদ)