এ বছরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে : আইন প্রতিমন্ত্রী
মাসুক হৃদয়// আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এ বছরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। এজন্য খুব শীঘ্রই নতুন একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। তিনি আজ সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ আশুগঞ্জ সোনার তরী যুব সমবায় সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, যারা যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করে তারা পশুর চেয়ে অধম। এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা আমাদের ঈমানী দায়িত্ব। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করতে হবে। ঢাকাস্থ আশুগঞ্জ সোনার তরী যুব সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন মঈন, বাংলাদেশ বে-সরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর জহির“ল হক খান, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামা। |
« পরিবারের অভিযোগ হত্যা, পুলিশ বলছে হৃদরোগে মুত্যু! (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ভাতশালা স্টেশনে চলন্ত ট্রেনে আগুন »