কুখ্যাত চোর ও ছিনতাই মামলার আসামী জসীম গ্রেফতার
আরাফাত আহমেদঃ দক্ষিণ পৈরতলার সেলিম মিয়ার পুত্র কুখ্যাত চোর ও ছিনতাই আসামী জসীমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই বজলুর রহমানের সহযোগিতায় এস,আই যুবরাজের নেতৃত্তে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ কাজিপাড়া ঈদগাহ মাঠের এলাকা থেকে জসীমকে আটক করে।তার বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা যায়।মঙ্গলবার দক্ষিণ পৈরতলায় এক নির্মাণ শ্রমিকের জায়গা জোরপূর্বক দখল করতে গিয়ে মৃত মন্টু মিয়ার ছেলে সেলিম মিয়া তার পুত্র মহসিন,রাকিব,জসিমকে সাথে নিয়ে চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায়।হামলাকারীরা নির্মান শ্রমিক রিংকু (১৫)কে বেধড়ক কুপিয়ে ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে। তার মা বানেছা বেগম পুত্রকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। রিংকুকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর ঢাকায় প্রেরণ করা হয়।তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, সদর মডেল থানায় নির্মাণ শ্রমিকের ভাই সরু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।সরু মিয়ার দায়ের করা মামলায় জসিমকে গ্রেফতার করা হয়েছে।