Main Menu

৩০ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচী বাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতি

+100%-

দাবী আদায় না হওয়ায় চতুর্থ দফায় আদালত বর্জন কর্মসূচী আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত বাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতি। মঙ্গলবার ৩য় দফায় বর্ধিত কর্মসূচীর শেষ দিনে আবারো ৬ দিনের জন্য আদালত বর্জন কর্মসূচী গ্রহন করেছে জেলা আইনজীবী সমিতি। নতুন কর্মসূচীর আওতায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জন করবেন আইনজীবীরা। মঙ্গলবার আইনজীবী সমিতির সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময়
ওই দুই আদালতের কোন বিচারিক কার্যক্রমে অংশ নিবেন না আইনজীবীরা।

এদিকে ২৮ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে দেশের সকল জেলা বারের সভপতি-সাধারণ সম্পাদককে নিয়ে বেঞ্চ-বারের দ্বন্দ্ব নিরসনে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আশা করছেন সেই সভায় এ দন্ধের অবসান হবে। অন্যথায় ৩০ জানুয়ারীর পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।






Shares