৩০ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচী বাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতি
দাবী আদায় না হওয়ায় চতুর্থ দফায় আদালত বর্জন কর্মসূচী আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত বাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতি। মঙ্গলবার ৩য় দফায় বর্ধিত কর্মসূচীর শেষ দিনে আবারো ৬ দিনের জন্য আদালত বর্জন কর্মসূচী গ্রহন করেছে জেলা আইনজীবী সমিতি। নতুন কর্মসূচীর আওতায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জন করবেন আইনজীবীরা। মঙ্গলবার আইনজীবী সমিতির সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময়
ওই দুই আদালতের কোন বিচারিক কার্যক্রমে অংশ নিবেন না আইনজীবীরা।
এদিকে ২৮ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে দেশের সকল জেলা বারের সভপতি-সাধারণ সম্পাদককে নিয়ে বেঞ্চ-বারের দ্বন্দ্ব নিরসনে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আশা করছেন সেই সভায় এ দন্ধের অবসান হবে। অন্যথায় ৩০ জানুয়ারীর পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।