২০১৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি শুরু
২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি মঙ্গলবার এসএসসির সময়সূচি অনুমোদন করে। বুধবার সেটি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
অন্যান্য বছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও স্বরস্বতী পূজার কারণে এবার ২ ফেব্রুয়ারি সেটি শুরু হচ্ছে।
সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়সূচিতে আগামী ৪ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ৫ থেকে ১১ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।
অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত নেওয়া হবে।
« নাসিরনগরে মন্দিরে হামলা ভাংচুর :: এপযর্ন্ত ৮৪ জনকে গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) জাহাঙ্গীর আলম এর মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক প্রকাশ »