Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযান::বিপুল পরিমাণ মাদকসহ অস্ত্র উদ্ধার

+100%-

14-7-16প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১৪ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইলের অধীনস্ত ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সুবেদার মোঃ আবু সাঈদের নেতৃত্বে টহল চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু সংখ্যক চোরাকারবারী বিজয়নগর উপজেলাধীন বিষ্ণুপুর এলাকা হতে চম্পকনগর হয়ে নৌ পথে হাত চালিত নৌকা যোগে মাদকদ্রব্য বহন করে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছে। টহল দল তাৎক্ষনিকভাবে রাত আনুমানিক ০২৩০ ঘটিকায় ০১ টি ইঞ্জিন চালিত নৌকা যোগে মালামাল আটকের উদ্দেশ্যে রওনা করে। টহলদল মাদক চোরাকারবারীদের নৌকার কাছাকাছি পৌঁছানো মাত্রই চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতির টের পেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং পালিয়ে যায়। টহলদল নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে ২৯৮ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপসহ দেশে তৈরী ০১ টি পাইপগান উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।






Shares