হেফাজতের তান্ডবে জেলা পুলিশের ক্ষয়ক্ষতির পরিমা্ন কয়েক কোটি টাকা
গত ২৬ ও ২৮ মার্চ হেফাজতের চালানো তান্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় যেসব ক্ষয়ক্ষতি হয়, তার মধ্যে জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা রয়েছে। আত্বপক্ষ সমর্থন করে রক্ষা পেয়েছিল সদর থানা পুলিশ। জেলা পুলিশের পাঠানো ক্ষয়ক্ষতির তথ্য নিন্মরুপ।
২৬/০৩/২০২১খ্রিঃ । প্রতিষ্ঠানের নাম ও ক্ষয়-ক্ষতির পরিমান :
পুলিশ অফিস (পুলিশ সুপারের কার্যালয়)
১। পুলিশ সুপারের কার্যালয় অফিস কক্ষের ৪৩টি জানালার গ্লাস ভাংচুর। প্রতিটি জানালা ৫৪×৪২ ইঞ্চি।
২। অফিস প্রবেশ পথের কলাপসিবল গেইট এর ক্ষতি সাধন।
৩। কন্ট্রোল রুমের ৪৫ ইঞ্চি সিসি ক্যামেরা মনিটর ভাংচুর।
৪। কন্ট্রোল রুমের দেয়াল ঘড়ি ভাংচুর।
৫। কন্ট্রোল রুমের টেবিল গ্লাস ভাংচুর।
৬। পুলিশ সুপার কার্যালয়ের গাড়ী রাখার গ্যারেজ ভাংচুর ও অগ্নিসংযোগ।
৭। ডিএসবি অফিসের এনআইডি সার্ভার এর একটি ফায়ার ষ্টেশন মেশিন, মডেল অঝঅ৫৫০৪ঢ
৮। ডিএসবি অফিসের একটি পিসি ভাংচুর।
৯। ডিএসবি অফিসের একটি ফটোকপি মেশিন ভাংচুর।
১০। গ্যারেজ সংলগ্ন দুই কক্ষ বিশিষ্ট জেনারেটর রাখার সেমিপাকা ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ।
১১। একটি বৈদ্যুতিক জেনারেটর ভাংচুর ও অগ্নিসংযোগ।
১২। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখের সাইনবোর্ড ভাংচুর।
১৩। বাগানের সৌন্দবর্ধনের লাইট ও বৈদ্যুতিক স্ট্যান্ড ভাংচুর।
১৪। ট্রাফিক পুলিশের একটি ভাষ্কর্য ভাংচুর।
১৫। বাগানে বিভিন্ন প্রকারের ফুল গাছ ক্ষতিসাধন।
১৬। পুলিশের সরকারি ডিউটিতে নিয়োজিত রিকুইজিশনকৃত মাইক্রোবাস ঢাকা মেট্রো-চ-১৪-২২৫২, মূল্য অনুমান-২০,০০,০০০/-টাকা।
১৭। পুলিশের সরকারি ডিউটিতে নিয়োজিত রিকুইজিশনকৃত মাইক্রোবাস ঢাকা মেট্রো-চ-১৫-৮০৯৬, মূল্য অনুমান ২০,০০,০০০/- টাকা
১৮। বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ব্রাহ্মণবাড়িয়া এর ব্যবহৃত সরকারি পাজারো জীপ গাড়ী ঢাকা মেট্রো-ঘ-১১-৭৫০৫, মূল্য ১,৩০,০০০০০/- টাকা।
১৯। মোটরসাইকেল ১৩ টি, মূল্য অনুমান ১৫,০০,০০০/- টাকা।
২নং শহর পুলিশ ফাঁড়ি :
১। ২নং ফাঁড়ির সিসি টিভি ক্যামেরা ০৪ টি ভাংচুর।
২। সিলিং ফ্যান ০২ টি অগ্নিসংযোগ।
৩। মোটরসাইকেল সরকারী ০১ টি সহ মোট ০৬টি ভাংচুর ও অগ্নিসংযোগ।
৪। ১ম তলা হতে ০৫ তলার ৫২ টি জানালার থাই গ্লাস ভাংচুর।
৫। মেইন দরজার ০৪ টি থাই গ্লাস ভাংচুর।
২৮/০৩/২০২১খ্রিঃ
পুলিশ লাইন্স :
রিজার্ভ অফিসের দরজা জানালা, ১নং গেইটের সেন্ট্রি পোস্টের দরজা-জানালা, পুলিশ লাইন্স গেইট ও বাউন্ডারির লাইট, মসজিদের জানালা, গোলঘরের জানালা, ২নং গেইট, স্কুল ক্যান্টিনের মালামাল ও সাটার, পুলিশ লাইন্স স্কুলের জানাল-টিন-সাইনবোর্ড।
সর্বমোট ক্ষতির পরিমান অনুমান ৬,৫২,০০০/- (ছয় লক্ষ বায়ান্ন হাজার টাকা)
খাটিহাতা হাইওয়ে থানা :
পজ মেশিন, স্প্রিড গান, এলকহল ডিটেক্টর, আরএফআই গান, ক্যামেরা, ওয়ারলেস সেট, কম্পিউটার, প্রিন্টার, স্কেনার, ফটোকপি, জেনারেটর, ইউপিএস, ফ্রিজ, টেলিভিশন, সিসি ক্যামেরা, মনিটর, হ্যান্ড মেটাল ডিটেক্টর, টেবিল, খাটিয়া, টেবিল, পাতিল, কড়াই, চামচ, গামলা, গ্লাস, প্লেট, ফাইল কেবিনেট, আলমারী, স্টিল রেখ, ডাইনিং টেবিল, চেয়ার, সেল বক্স, মাল্টিপারপাস ব্লেট, হ্যালার, ভেহিক্যাল স্টপার, স্ট্যান্ড ফ্যান, ফাস্টেট বক্স, সরকারি সিম।
আশুগঞ্জ টোলপ্লাজা :
জানালা ৯২টি, খাট ০৪টি, হ্যালমেট ০২টি, ল্যাগগার্ড ০৬ জোড়া, লিপ্লেটিং ব্লেট ০৪টি, ওয়াকি টকি চার্জার ০২টি, সিগনাল লাইট ০৪টি, এসি ০১টি, চায়না রাইফেলের গুলি ২০টি, ল্যাপটপ ০১টি, চেয়ার ০৫টি, টেবিল ০৩টি, সিলিং ফ্যান ০৪টি, ভিডিও ক্যামেরা ০১টি, লাইট ২০টি।