Main Menu

হাতে বানানো কয়েকটি বোমা ও অস্ত্র দিয়ে এ দেশের ১৬ কোটি মানুষকে জঙ্গিরা পরাজিত করতে পারবে না :: র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ

+100%-

rabdg1ডেস্ক ২৪:: জঙ্গিদের মূলধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘর আসর আয়োজিত মুক্তিযুদ্ধের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার সমাপনী ও শিশু-কিশোর উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বুঝে না বুঝে যারা জঙ্গিবাদের দিকে গেছ তারা ফিরে আস পরিবারে, সমাজে, রাষ্ট্রের মূলধারায়। এসো সবাই মিলে দেশটাকে গড়ি।’

Untitled

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদআরও বলেন,“হাতে বানানো কয়েকটি বোমা ও অস্ত্র দিয়ে এ দেশের ১৬ কোটি মানুষকে জঙ্গিরা পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। জঙ্গিদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এই স্বপ্ন, তাদের দুঃস্বপ্ন। এ দেশের প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনী ও সাধারণ মানুষ মিলে তাদের এই স্বপ্নকে চরম দুঃস্বপ্নে পরিণত করে দেবে।”

ধর্মীয় চর্চা না থাকায় গুটিকয়েক লোক ভুল বুঝিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো কোনো জঙ্গিবাদ বিশ্বাস করে না। আমরা সব মানুষের সমর্থন নিয়ে জঙ্গিবাদকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করে ছাড়ব।’ঈভ-িজিং এর ব্যাপারে তিনি বলেন,”‘কেউ যদি পথেঘাটে একা পেয়ে কোনো মেয়েকে হয়রানি করে, তাকে জীবন হাতে নিয়ে আসতে হবে। তাকে আর মায়ের কাছে ফিরে যেতে দেওয়া হবে না।’

খেলাঘরের কার্যক্রমে বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুলের এবং পৌর মহাবিদ্যালয়ের কতিপয় শিক্ষকের অসহযোগিতার কথা শুনে তিনি বলেন,”যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন না তারা দেশত্যাগ করতে পারেন। আপনাদের ছাড়া আমরা ভালোই থাকবো। নির্লজ্জ-বেহায়া লোকদের আমাদের দরকার নেই।” ব্যাপারটি প্রয়োজন হলে তিনি প্রধানমন্ত্রীর গোচরে আনবেন বলে জানান।

rabdg

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা. মো. আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির, চলচ্চিত্র নির্মাতা আরমান পারভেজ মুরাদ, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী ও খেলাঘরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ।

পরে অালোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীসহ সকলকে শুভ নাগরিক হয়ে ওঠার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়।

উল্লেখ্য, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি জেলার বিভিন্ন স্কুল-কলেজে মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগীতার আয়োজন করেন। এতে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগীতায় বিজয়ী ৫৭০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।






Shares