Main Menu

স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণসহ চার দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

+100%-

প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্তকরণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকেও ৫% বার্ষিক প্রবৃদ্ধি, মেডিক্যাল ভাতা, উৎসব ভাতা, বৈশাখী উৎসব ভাতা, বাড়িভাড়া, পূর্বের ন্যায় টাইমস্কেল প্রদান ও টাইমস্কেল প্রাপ্তির পর বিএড ডিগ্রী গ্রহণকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল এবং অবসরকালীন সুবিধাদী দ্রুত প্রদানের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদ আহাম্মদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১৫ জুন, ২০১৭ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম ও মাজেদুল ইসলামসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।






Shares