Main Menu

ব্রাহ্মণবাড়িয়া একাদশ চ্যাম্পিয়ন, সুলতানপুর রানার আপ

সুলতানপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে আব্দুল হাকিম মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আব্দুল হাকিম মিয়া স্মৃতি পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করে।
সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে সুলতানপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি মো. এলাজত খাঁনের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুল্লাহ বাহার।
সুলতানপুর গ্রামের বিশিষ্ট ক্রীড়ামোদী শেখ সোরাফ জালালীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু মুছা আনছারী, বিশিষ্ট সমাজ সেবক কাজী সেলিম, হলি ল্যাব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু কাউছার, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আহম্মেদ মাস্টার, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সী।

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে এলইডি টেলিভিশন এবং রানার আপ দলকেও ছোট সাইজের এলইডি টেলিভিশন তুলে দেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্ট ২০১৭ সালে শুরু হয়। এতে মোট ৩২টি দল অংশ নেয়। গতকাল মঙ্গলবার ফাইনাল পর্বের খেলার আয়োজন করে কর্তৃপক্ষ।






Shares