Main Menu

সাবেক মন্ত্রীর এপিএস মুসা আনসারি গ্রেপ্তার

+100%-

কারাবন্দি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. মুসা আনসারি ও তার ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহিম আনসারি অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানা সূত্র জানায়, বাবা-ছেলেকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুসা আনসারির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ছাত্রদের ওপর হামলার ঘটনায় মুসা আনসারি সন্দেহভাজন আসামি। আবু মুসা আনসারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও আছেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন জানান, আবু মুসা আনসারিকে রাজধানীতে পুলিশ গ্রেপ্তার করেছে। বিকেলে তাকে ভাটারা থানার একটি মামলায় আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বেশকিছু মামলা রয়েছে।

তবে তার ছেলে ইব্রাহিম আনসারির রিমান্ড চাওয়া হয়নি। তিনি হত্যা মামলার এজহারনামীয় আসামি। দুজনকেই রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।