Main Menu

সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান অপু আর নেই, ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায়, বিভিন্ন মহলের শোক

+100%-

14324480_1806047696347316_4261447862349143379_o

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান অপু আর নেই। গত রোববার দিবাগত রাত দেড়টায় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এসময় তার বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি শহরের কলেজপাড়া মহল্লার অব.স্কুল শিক্ষক আফলাতুর রহমানের কনিষ্ঠ সন্তান। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া সহ জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিপুল সংখ্যক মানুষ তার বাড়িতে ভীড় জমান। সোমবার বাদ জোহর নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় ইমামতি করে মাও.দ্বীন ইসলাম।14344158_1806075143011238_6446077025062908553_n

জানাযার পূর্বে জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,জেলা আওয়ামীলীগ সহসভাপতি মুজিবুর রহমান বাবুল,উপদেষ্টা ও অপুর মামা এড.এ্সএম ইউসুফ,শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল খান,সাবেক ভিপি এড.এমদাদুল হক চৌধুরী,সাবেক ছাত্রনেতা মনির হোসেন টিপু,সাবেক ভিপি জালাল হোসেন খোকা। এসময় ফুলেল শ্রদ্ধা জানায় সরকারী কলেজ কর্তৃপক্ষ,জেলা যুবলীগ,জেলা স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,ছাত্র/ছাত্রী সংসদের নেতৃবৃন্দ।পরে শিরাইলকান্দি কবরস্থানে দাফন করা হয়।

14344207_1806074683011284_2640837070952301950_n

জিএস আতিকুর রহমান অপুর মৃত্যুতে এমপি মোকতাদির চৌধুরীর শোক

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান অপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক বিবৃতিতে তিনি এ শোক জানান। এসময় তিনি প্রয়াত অপুর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তিনি বলেন,গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আতিকুর রহমান অপু আমৃত্যু নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন বলিষ্ঠ কর্মীকে হারালাম।

জিএস আতিকুর রহমান অপুর মৃত্যুতে জেলা আওয়ামীলীগের শোক

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান অপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এক বিবৃতিতে তিনি এ শোক জানান। এসময় তিনি প্রয়াত অপুর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তিনি বলেন,আতিকুর রহমান দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেন।






Shares