Main Menu

সরকার বিভিন্ন আইন করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে – জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

বাংলাদেশ রেস্তুরা মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

dr.mossarof

ডেস্ক ২৪:: বাংলাদেশ রেস্তুরা মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যা ৭টায় শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র নায়ার কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আজিজুল হক, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, সংগঠনের নব নির্বাচিত সভাপতি আবুল কালাম খান।

সংগঠনের বিদায়ী সভাপতি হাজী মোঃ আব্দুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তুরা মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর এ বি এম রুহুল আমিন, সহকারী কমিশনার আব্দুল্লাহ্ আল মামুন, কাউতলী জামে মসজিদের সভাপতি হাজী মোঃ সাইদুর রহমান সাঈদ সর্দার, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আরিফুল হক মাসুদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার গণ মানুষের সরকার। সরকার বিভিন্ন আইন করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে খাবার হোটেলগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরো বলেন, গত দুইবছরে রেস্তুরা মালিকদের অনেকাংশে উন্নতি হয়েছে। আপনাদের এই উন্নতি ধরে রাখতে হবে।

উল্লেখ্য, দ্বিবার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ রেস্তুরা মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক সদীপ চন্দ্র পালকে মনোনীত করা হয়েছে।






Shares