সরকার বিদ্যুতের চাহিদা পূরণে মাইলফলক অর্জন করেছে –জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ডেস্ক ২৪:: বুধবার বিদ্যুৎ ও জালানী সপ্তাহ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিতরণ বিভাগ এর কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের ঠিকাদার সমিতির সভাপতি শফিকুর রহমান শহিদ, বিদ্যুৎ বিতরণ বিভাগ বিউবো’র সহকারী প্রকৌশলী হেবজুল বারী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা সিরাজ উদ্দিন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের জেলা সভাপতি মারুফুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন বিতরণ বিভাগের সিনিয়র সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বিদ্যুৎ ব্যবহারের উপরে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যারা বিদ্যুৎ গ্রাহক আছি আমাদের সকলে সচেতন হওয়া জরুরী। তিনি এ সময় আরো বলেন, সরকার বিদ্যুতের চাহিদা পূরণে মাইলফলক অর্জন করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌছে দেয়ায় বর্তমান সরকারের লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করছে।