সরকারী শিশু পরিবারের শিশুরাও একদিন দেশ গড়ার কাজে নেতৃত্ব দিবে— জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
সোমবার সরকারী শিশু পরিবারে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শহরের মেড্ডা তিতাসপাড়ায় সরকারী শিশু পরিবারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। জেলা সমাজসেবা অধিধপ্তরের উপ পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, প্রকল্প সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্নী আঞ্জুমান আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নী কানিজ ফাতেহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পত্নী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারী শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোছাম্মৎ রওশনারা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণাবড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আপন আলোয় বিকশিত হয়ে সরকারী শিশু পরিবারের শিশুরাও একদিন দেশ গড়ার কাজে নেতৃত্ব দিবে। তিনি আরো বলেন, সরকারী শিশু পরিবারের শিশুরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে যে কৃতিত্ব অর্জন করেছে তা অত্যন্ত সুন্দর। তাদের জীবন আরো বিকশিত হউক আমি এই কামনা করি। সরকার শিশু পরিবারের শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই কাজে বিত্তবানদেরও সহযোগিতা প্রয়োজন।