সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে:: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
পরিবার পরিকল্পনা বিভাগের এডভোকেসী ও প্রেসব্রিফিং
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন সরকার জনসংখ্যা বিস্ফোরণ রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সর্বত্র বাস্তবায়ন করছে। জনসংখ্যা রোধে সরকারী উদ্যোগে ধারাবাহিকতা রক্ষা করে মাঠ পর্যায়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা আন্তরিককতা নিয়ে মাঠে কাজ করে চলছে। মানুষকে এ ব্যাপারে আরো বেশী সচেতন করে তুলতে হবে। সকল ধরণের বিভ্রান্তি ও কুসংস্কার দূর করে এগিয়ে যেতে হবে। তাহলেই জনসংখ্যা বিষ্ফোরণ রোধে কার্যকরী ভূমিকা রাখা সম্ভব হবে।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনার সেবা জোরদারকরণ বিষয়ক এডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপপরিচালক অরবিন্দু দত্তের সভাপতিত্বে এডভোকেসী সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মুকবুল হোসেন অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞা, উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ মাহমুদুর রহমান, আব্দুল কাইয়ূম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, সরাইল উপজেলা চেয়ারম্যান এড. আব্দুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল মালেক, বিজয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মনজরুল আলম, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ সৈয়দ আসাদুল করিম, ডাঃ শওকত হোসেন, ডাঃ মোঃ মুসা, ডাঃ শফিক আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।
এদিকে গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা মা শিশু কৈশোর কালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামী ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত উক্ত সেবা সপ্তাহ অনুষ্ঠিত হবে। প্রেসব্রিফিংএ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। সেবা সপ্তাহের মুল বিষয় বস্তু উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক অরবিন্দু দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল মালেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, নব-নির্বাচিত সহ-সভাপতি আল আমীন শাহীন, এনজিও প্রতিনিধি এসএম শাহীন।