Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের কালো পতাকা প্রদর্শণ ও পথসভায় আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল

সন্ত্রাস জঙ্গীবাদের আস্ফালন প্রতিরোধে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

+100%-

২০০৫ সালের ১৭ আগস্ট জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গী সংগঠন (জেএমবি) কর্তৃক সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশ্বরোড মোড়ে লাল শালু হোটেল সংলগ্ন মাঠে কালো পতাকা প্রদর্শণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক যুবনেতা আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগর অন্যতম প্রেসিডিয়াম সদস্য এডঃ মামুনুর রশিদ, মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুজিবুর রহমান।

জেলা যুবলীগীগের সভাপতি এডঃ শাহানুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডঃ সিরাজুল ইসলাম ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক রাকিব আহাম্মদ সোহেল, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, স্বাস্থ্য বিষয়দ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা যুবলীগের সদস্য শাহ আলম কিরণ, এমরান হোসেন মাসুদ, কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম. এ আজিজ, শফিকুল ইসলাম, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন বাবুল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, পৌর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, যুগ্ম আহবায়ক আকবর হোসেন লিটন, আল-আমীন সওদাগর, বিজয়নগর উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল খাঁন, নাসিরনগর উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়া, যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব, নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সাবেক যুবনেতা এডঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, আজ থেকে ১৬ বছর পূর্বে তৎকালীন জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গী সংগঠন জেএমবি এক সাথে দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করেছিল। সেদিন ২জন নিহত এবং ১০৪জন আহত হয়েছিল। তারই প্রতিবাদে আজ যুবলীগ ঘৃণা প্রদর্শন করে কালো পতাকা প্রদর্শন করছে আর যেন এই বাংলাদেশে জঙ্গীবাদে ফিরে না আসে। জঙ্গীবাদের আস্ফালনে প্রতিরোধে যুবলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বঙ্গবন্ধুর বাংলাদেশেল জঙ্গী-তালেবানের স্থান নেই।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক যুবনেতা আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এক সাংগঠনিক সফরে ঢাকা থেকে সিলেট যাবার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ আয়োজিত পতাকা প্রদর্শণ ও পথসভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন।প্রেস রিলিজ






Shares