সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে..আল মামুন সরকার
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে জেলা আওয়ামীলীগ ঘোষিত ২১ দিনব্যাপী জাতীয় কর্মসূচীর দ্বিতীয়দিনে সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা, সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে “মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, বিদ্যালয় ম্যানেটিং কমিটির সদস্য আনোয়ার হোসেন সোহেল প্রমুখ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুর রাকিব।
সভায় প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। তিনি এ সময় আরো বলেন, বর্তমান প্রজন্মের কাছে ১৫ আগস্টে বর্বরোচিত হত্যাকান্ডের কথা তুলে ধরতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)