Main Menu

“দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই”

সনাক টিআইবি’র উদ্যোগে দুর্নীতিবিরোধী আন্দোলনে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

+100%-

সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি- ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে ৩১ জানুয়ারি ২০১৮ দুর্নীতিবিরোধী আন্দোলনে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সনাক-টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি ও ইয়েস উপ-কমিটির আহ্বায়ক প্রকৌ: মো: রফিকুল ইসলাম।

সনাক ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৩০ জন ইয়েস ও ইয়েস-ফ্রেন্ডস সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে দুর্নীতিবিরোধী আন্দোলনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক ধারণা লাভ করেন। প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জেসমিন খানম ও সনাক সদস্য মোহাম্মদ আরজু। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার বরকতউল্লাহ বাবু ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো: মাসুম বিল্লাহ।






Shares