Main Menu

সকলের সহযোগিতা নিয়ে পৌরসভাকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চাই::মেয়র নায়ার কবীর

+100%-

mayor19416ডেস্ক ২৪::  মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পৌর মেয়র নায়ার কবীর ও পৌর পরিষদ।

মতবিনিময় কালে নবাগত পৌর মেয়র নায়ার কবীর বলেন, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চাই। আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। আর আমার এই কাজের সহযোদ্ধা থাকবেন আপনারা। তিনি এ সময় আরো বলেন, এখন থেকে আপনাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। পৌর এলাকার কোন নাগরিক যেন পৌরসভার সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলের সুদৃষ্টি রাখতে হবে।

এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবাগত পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, রফিকুল ইসলাম নেহার, মুফতি মাকবুল হোসাইন, পৌর সচিব মোঃ ইসহাক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, বাজার পরিদর্শক এডঃ হুমায়ুন কবীর, কর নির্ধারক এস এম আলম, সার্ভেয়ার হাজী মতিউর রহমান, সংরক্ষণ পরিদর্শক মীর মোস্তাফিজুর রহমান, সহকারী কর নির্ধারক মোঃ ইলিয়াছ, সহকারী কর আদায়কারী মোঃ আওয়াল মিয়া প্রমুখ।

সভা পরিচালনা করেন স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করীম ভূইয়া।পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মুর্শেদ কামাল। গীতা পাঠ করেন উপ সহকারী প্রকৌশলী টিটন দাস। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, কাউন্সিলর মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, ওমর ফারুক জীবন, শাহ মোঃ শরিফসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।






Shares