Main Menu

শোক বার্তা

+100%-

বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক অধ্যাপক শান্তনু কায়সার নামের আমার প্রিয় আ: রাজ্জাক স্যারের মৃত্যু সংবাদ শুনে আমি মর্মাহত হয়েছি। ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন )। স্যারের এসময়ে মৃত্যুতে সাহিত্য জগতের একটি অপূরনীয় ক্ষতি হয়েছে। আমি ১৯৭৭-৭৮ সালে ব্রাহ্মণবাড়ীয়া কলেজে বি,এ পড়াকালীন ছাত্র অবস্থায় স্যারের খুব স্নেহভাজন ছিলাম। স্যারের বাসায় আমার নিয়মিত আসা যাওয়া ছিল। ব্রাহ্মণবাড়ীয়ার অবকাশ রেষ্ট হাউসের পশ্চিম পাশের বাসায় স্যার বাস করতেন । শিশু উজ্জল তখন পা-পা হাটে, সেই সব দিনের দৃশ্যগুলি আজ আমার চোখে ভেসে আসছে। আমি স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ স্যারকে বেহেস্ত নসিব করুন।
সে দিনের দেখা উজ্জল যিনি আজ পরিবারের অভিবাবক এবং পরিবারের অন্যান্য সবার জন্য রইল আমার শোক শান্তনা।
আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দিন।
এম.এম, আনীছুর রহমান
সাবেক এ, জি এস
ব্রাহ্মণবাড়ীয়া কলেজ ছাত্র সংসদ।






Shares