শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা সমাজের সকল মানুষের নৈতিক দায়িত্ব –দিপক চৌধুরি বাপ্পী
শুক্রবার সন্ধ্যায় পুরাতন কাচারিতে এপেক্স ক্লাব অব তিতাসের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দিপক চৌধুরি বাপ্পী
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অফ তিতাসের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আবু কাউছারের সভাপতিত্বে
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন এপেক্সিয়ান এ.টি.এম ফয়জুল কবির, এপেক্সিয়ান প্রিন্সিপাল মোস্তফা কামাল, এপেক্সিয়ান দীপ রায়, এপেক্সিয়ান এস এইচ সরকার, এপেক্সিয়ান কেপ্টেন জয়নাল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দিপক চৌধুরি বাপ্পী বলেন, শীতে গরিব মানুষরা খুবই কষ্টে রাত কাটায়। তাদের পাশে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে শীতার্ত মানুষের কষ্ট কমে যাবে। শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা সমাজের সকল মানুষের নৈতিক দায়িত্ব।
এপেক্স ক্লাব অফ তিতাস সামাজিক দায়িত্ববোধ থেকেই হত- দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেয়ার মহতী উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে শীতার্থ মানুষের কষ্ট কিছু দুর হবে।
পরে ২ শত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়