শিল্পের একটি ক্ষুদ্র প্রয়াস সমাজ ও জাতিকে পথ দেখাতে পারে, আলোড়ন সৃষ্টি করতে পারে:– সাবেক সচিব মিজানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ৩ দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্পের দ্বিতীয় দিন
সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেছেন, ছবি শিক্ষনীয় বিষয়। একদিন এই প্রশিক্ষণার্থীরা দেশের সুনাগরিক হিসেবে ব্যক্তিত্ব বিকষিত হবে। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে তৈরী করতে হবে। প্রতিষ্ঠিত হতে হলে দেশকে ভালবাসতে হবে। মাটি ও মানুষকে ভাল বাসতে হবে। এ শিশুরা আজকের প্রশিক্ষণ থেকেই উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে। উৎসব মুখর পরিবেশে এই প্রশিক্ষণ হচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। শিশুরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তারা আগামী দিনের সমাজ চালাবে। সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্পের একটি ক্ষুদ্র প্রয়াস সমাজ ও জাতিকে পথ দেখাতে পারে, আলোড়ন সৃষ্টি করতে পারে। তিনি বলেন, একটি কবিতার লাইন, একটি ছবির মাধ্যমে সমাজকে উন্নয়ন করা সম্ভব। জাতীয় বীর ডাকসুর সাবেক জিএস আব্দুল কুদ্দুস মাখন প্রসঙ্গে তিনি বলেন, মাখন সাধারণ মানুষের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার নামে ব্রাহ্মণাবড়িয়া শিশু নাট্যম তাদের শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প উৎসর্গ করায় আমি কৃতজ্ঞ। মানুষ জাতীয় বীরকে ভুলে নাই। ভুলবে না। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম যে কাজ করছে তার প্রশংসনীয় দাবি রাখে। আমরা এ ধরনের অনুষ্ঠান সহযোগিতা করতে পাড়ায় গর্বিত এবং আমরা ধন্য হয়েছি। প্রশিক্ষণে যারা অংশ নিয়েছে আগামী দিনে জীবন প্রতিযোগিতায় স্পৃহা পাবে। মিজানুর রহমান আরো বলেন, গ্রামীণ পরিবেশে শিশুদের ছবি আঁকা, গান, আবৃত্তি প্রশিক্ষণ ক্যাম্প করার ব্যবস্থা করা এটা একটা সময় উপযোগী পদক্ষেপ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশকে মায়ের মতো ভালবাসার জন্য তিনি শিশুদের প্রতি আহ্বান জানান। জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের নামে উৎসর্গকৃত ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ছবি আঁকা ও সংগীত বিভাগের ছাত্র ছাত্রীদের তিন দিন ব্যাপী শীত কালীন প্রশিক্ষণ ক্যাম্পের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুকের সভাপতিত্বে সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা ও ইঞ্জিনিয়ার ফারজানা বিনতে খেয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ভাষা সৈনিক মুহম্মদ মুসা, উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামি, মাই টিভির জেলা প্রতিনিধি আ ফ ম কাওসার এমরান, সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাবেক সভাপতি জহিরুল হক জহর।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মির্জা গালিব রুমি, প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাওমী। স্বাগত বক্তব্য রাখেন চিত্র শিল্পী দিপ্ত মোদক।
আলোচনা শেষে প্রধান অতিথি সাবেক সচিব মিজানুর রহমান অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন। উলচাপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শীত কালীন প্রশিক্ষণ ক্যাম্পের আজ সমাপনী অনুষ্ঠান।
শনিবার প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করবেন অরূপ দত্ত, দীপ্ত মোদক, বাবুল মিয়া, ফারজানা বিনতে খান খেয়া, প্রবাল বণিক, প্রণয় সাহা, প্রদীপ পাল ও শ্যামল চৌধুরী।